“মে দিবস” মানে – ছুটি, আনন্দেতে ভাসি,
শ্রমিক-শহীদ – তাদের গল্প আজ হয়েছে বাসি ।।
আট ঘন্টার কাজের দাবী আর নিজের সম্মান,
সময়মতো পারিশ্রমিক, নয়তো কারও দান ।।
ন্যায্য পাওনার দাবীতে ঐক্যবদ্ধ শ্রমিক,
জমায়েতে আক্রমণ, গুলি ছুটল দিগ্বিদিক ।।
লাল হল রাজপথ, হারালো কিছু শ্রমিকের প্রাণ,
“মে দিবস” পালিত হয় দিতে সেই শ্রমিকদের মান।।