যোগাভ্যাসের বিভিন্ন ধরনের আসন, যা আমাদের দেহের নীচের অংশ যেমন পা, কোমর পেট এবং পিঠ সুদৃঢ় এবং মজবুত করতে সাহায্য করে, তার মধ্যে প্ল্যাঙ্ক (Plank Pose) একটি অন্যতম । এই আসন অভ্যাসের ফলে শরীরের নীচের অংশের পাশাপাশি সমগ্র শরীরের পেশী সুগঠিত করতে সাহায্য করে ।
যোগাসনের ভাষায় প্ল্যাঙ্ক (Plank Pose) কুম্ভকাসন বা হলাসন নামেও পরিচিত । সংস্কৃতে ‘কুম্ভক’ শব্দের অর্থ ‘শ্বাস ধরে রাখা’ এবং আসন শব্দের অর্থ ‘ভঙ্গী’ । এই আসন অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বাধ্যতামূলক । হাতের শক্তিবৃদ্ধি এবং ভারসাম্য রক্ষা করার ক্ষমতা বৃদ্ধিতে এই আসন খুবই উপযোগী, যে একজন প্রাথমিক স্তরের যোগাসন অভ্যাসকারীকে পরবর্তীকালে আরও কঠিন আসন অভ্যাসে সাহায্য করে ।
Table of Contents
আপাতদৃষ্টিতে এই আসন সহজ মনে হলেও প্রাথমিক স্তরের অভ্যাসকারীর জন্য এই আসন যথেষ্ট শ্রমসাধ্য, কারন সমগ্র শরীরের ভার নির্ভর করে হাতের পাতা এবং পায়ের আঙ্গুলের উপর । এই আসন অভ্যাসের সময় যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য অভ্যাসের পদ্ধতিগুলি ধাপে ধাপে আলোচনা করা হয়েছে ।
প্ল্যাঙ্ক পোজ (Plank Pose) অভ্যাস করার জন্য অবশ্যই একটা যোগাম্যাট (Yoga Mat) অথবা কম্বল ব্যবহার করবেন, যাতে অযাচিত কোনো দুর্ঘটনা এড়ানো যায়, আর অভ্যাস করাও সহজ হয় ।
প্ল্যাঙ্ক (Plank Pose) অভ্যাসের সময় আমরা সাধারন কিছু ভুল করে থাকি, যেগুলোর ব্যাপারে সতর্ক না হলে প্ল্যাঙ্ক অভ্যাসের সম্পূর্ণ উপকারীতা পাওয়া যায় না।
নিয়মিত প্রতিদিন কিছুটা সময় প্ল্যাঙ্ক অভ্যাস করলে আমরা যে ধরনের উপকারীতাগুলি পেতে পারি সেগুলি হল –
অনেকসময় প্রথমদিকে প্ল্যাঙ্ক অভ্যাসের ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে যায় এর পদ্ধতি । শুধুমাত্র হাতের পাতা এবং পায়ের আঙ্গুলের উপর নির্ভর করে অভ্যাস করতে অসুবিধা হলে সেক্ষেত্রে প্রথম কিছুদিন তুলনামূলক সহজ পদ্ধতিতেও অভ্যাস করা যেতে পারে । এক্ষেত্রে পাদুটিকে ভাঁজ করে শরীরের নিম্নাংশের ভার দুই হাঁটুর উপরে রাখলে অভ্যাস করা সহজ হয় ।
প্ল্যাঙ্ক (Plank Pose)অভ্যাসের ক্ষেত্রে কোনো নির্দিস্ট সময় বলা সম্ভব নয় । প্রতিটা মানুষের নিজস্ব শারীরিক ক্ষমতা বা সামর্থ্য আছে, যার উপরে নির্ভর করে সে কতক্ষণ সময় নিয়ে অভ্যাস করতে পারবে । তবে যারা প্রাথমিক স্তরের অভ্যাসকারী তাদের নিজেদের জন্য প্রথমে ১০-৩০ সেকেন্ড সময়ের একটা করে সেট (Set) অভ্যাস করতে পারে । এইভাবে প্রতিদিন ৮-১০ টা সেট অভ্যাস প্রথম দিকে যথেষ্ট নিজের শারীরিক ক্ষমতা বৃদ্ধি করার জন্য ।
আমরা এখানে প্ল্যাঙ্ক (Plank Pose) এর সাধারন অনুশীলন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি । দক্ষতা অনুযায়ী এবং সামর্থ্য অনুযায়ী বিভিন্ন প্রকারের প্ল্যাঙ্ক যেমন ফোরয়ার্ম প্ল্যাঙ্ক (Forearm Plank), সাইড প্ল্যাঙ্ক (Side Plank) ইত্যাদি অভ্যাস করা যেতে পারে । যারা নিয়মিতভাবে যোগাসন বা অন্য কোনো শরীরচর্চার সঙ্গে যুক্ত তারা ইতিমধ্যে এই আসন বা অনুশীলনের সঙ্গে পরিচিত । কিন্তু যারা শরীরচর্চা শুরু করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের ক্ষেত্রে প্ল্যাঙ্ক একটা উপযোগী আসন হিসেবে কাজ করবে । এই আসন অভ্যাসের ফলে হাত, পা, পিঠ, পেট সমগ্র শরীরের পেশী ব্যবহৃত হয়, এতে পরবর্তীকালে অন্য আসন অভ্যাসের ক্ষেত্রেও সুবিধা হবে ।
শরীরচর্চা শুধু সুন্দর শরীর গঠনে সাহায্য করে তা নয়, এর পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রেও সাহায্য করে । নিয়মিত শরীরচর্চা করে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে আরও উন্নত করে তুলুন ।
সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অন্যদের সুস্থ থাকতে উৎসাহিত করুন ।
আমরা সাধারনত একটা কথা বলে থাকি যে কোনোকিছুই অতিরিক্ত ভালো না । এই একই কথা…
শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতিসাধনের জন্য প্রাচীনকাল থেকেই একটি বহুল প্রচলিত অভ্যাসের নাম হল “যোগ”…
‘স্বাস্থ্য’ কথাটা শুনলে আমরা সাধারনভাবে শুধু শরীরের কথাই ভেবেথাকি, ঠিক পদ্ধতিতে জীবনযাপনের ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের…
প্রাচীনকাল থেকে যেসকল কৃষিজ শষ্য মানবজাতির কাছে খাদ্যবস্তু হিসেবে পরিচিতি পেয়েছে তার মধ্যে ডাল (Lens…
সূচনা (Introduction) প্রোটিন (Protein) একটি গুরুত্বপূর্ণ ম্যাক্রোনিইট্রিয়েন্ট (Macronutrient) যার উৎস (protein sources) আমাদের প্রতিদিনের গ্রহন…
যোগাসন কোমরে ব্যাথার জন্য (yogasanas for back pain) কতটা উপযোগী তা বোঝার আগে কিছু বিষয়…